অনুসরণকারী

শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬

দন্ডবিধি আইনের সূচি

              
`Ûwewa AvBb
১।   প্রথম অধ্যায়-অবতরণিকা-{ধারা:১-৫}

২।   দ্বিতীয় অধ্যায়-সাধারণ ব্যাখ্যাসমূহ{ধারা:৬-৫২}

৩।   তৃতীয় অধ্যায়-দন্ডসম্পর্কিত{ধারা:৫৩-৭৪}

৪।   চতুর্থ অধ্যায়-সাধারণ ব্যতিক্রম{ধারা:৭৫-১০৬}

৫।   পঞ্চম অধ্যায়-অপরাধে সহায়তা সম্পর্কিত{ধারা:১০৭-১২০}

৭।   সপ্তম অধ্যায়-স্থল,নৌ ও বিমান বাহিনী সংক্রান্ত অপরাধ{ধারা:১৩১-১৪০}

৮।   অষ্টম অধ্যায়-গণশান্তি পরিপন্থী অপরাধ সম্পর্কিত{ধারা:১৪১-১৬০}

 ৯।     নবম  অধ্যায়- সরকারী কর্মচারীগণ কর্তৃক বা সরকারী  র্কমচারী সংক্রান্ত অপরাধ সমূহ{ধারা:১৭১} 

১০।   দশম অধ্যায়- সরকারী র্কমচারীগণের আইনানুগ কর্তৃত্ব অবমাননা সম্পর্কিত{ধারা:১৭২-১৯০}

১১।    একাদশ অধ্যায়- মিথ্যা সাক্ষ্যদান ও গণবিচারের বিরুদ্ধে  অনুষ্ঠিত অপরাধ সম্পর্কিত{ধারা:১৯১-২২৯}

১২।    দ্বাদশ অধ্যায়-মুদ্রা ও সরকারী ষ্টাপ সংক্রান্ত অপরাধ{ধারা:২৩০-২৬৩}

১৩।    ত্রয়োদশ অধ্যায়-বাটখারা ও মাপকাঠি সংক্রান্ত অপরাধ সম্পর্কিত{ধারা:২৬৪-২৬৭}

১৪।    চতুর্থদশ অধ্যায়- জনস্বাস্থ্য,নিরাপত্তা,সুবিধা , শোভনতা,নৈতিকতা সংক্রান্ত অপরাধ সম্পর্কিত{ধারা:২৬৮-২৯৪}

১৫।    পঞ্চদশ অধ্যায়- র্ধম সংক্রান্ত অপরাধ সম্পর্কিত{ধারা:২৯৫-২৯৮}

১৬।    ষোড়শ অধ্যায়-মানবদেহ সংক্রান্ত অপরাধ সম্পর্কিত,জীবন ক্ষনকারী অপরাধ সম্পর্কিত{ধারা:২৯৯-৪০২}

১৭।   সপ্তদশ অধ্যায়-অপরাধমূলকভাবে সম্পত্তি আত্মসাৎকরণ সম্পর্কিত{ধারা:৪০৩-৪৬২}

১৮।   অষ্টাদশ অধ্যায়:দলিলপত্র বা ট্রেডর্মাক বা সম্পত্তির প্রতীকচিহ্ন সম্পর্কিত অপরাধসমূহের প্রসঙ্গে{ধারা:৪৬৭-৪৮৯}

১৯।   উনবিংশ অধ্যায়-চাকরী চুক্তিসমূহের অপরাধমূলক ভঙ্গকরন প্রসঙ্গে{ধারা:৪৯০-৪৯৮}

২০।   একবিংশ অধ্যায়-মানহানি সম্পর্কিত{ধারা:৪৯৯-৫০২}

২১।   দ্বাবিংশ অধ্যায়- অপরাধজনক ভীতিপ্রর্দশন,অপরাজনক ক্ষতিকর ও বিরক্তিকর কাজ সম্পর্কিত{ধারা:৫০৩-৫১০}

২২।   ত্রয়োদশ অধ্যায়- অপরাধসমূহ অনুষ্ঠানের উদ্যোগ সম্পর্কিত{ধারা:৫১১}



******সমাপ্ত******

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

ঘরে বসেই চেক করুন জাতীয় পরিচয় পত্র

ঘরে বসেই চেক করুন জাতীয় পরিচয় পত্র

ইন্টারনেট যেন পুরো দুনিয়াতে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে।ইন্টারনেটের মাধ্যমে এখন কিনা না করা যায়।বাংলাদেশের মানুষও দিন দিন ইন্টারনেট থাকার সুবিধা ভোগ করতে শুরু করেছে।তার নতুন সংযোজন হল এখন আপনারা ঘরে বসেই আপনার জাতীয় পরিচয় পত্র এবং পাসপোর্ট চেক করতে পারবেন এরজন্য এখন  আপনাকে এখন আর বাসার বাইরে যেতে হবে না তাহলে চলুন জেনে নেই কিভাবে আপনি আপনার পরিচয় পত্র এবং পাসপোর্ট বাসায় বসেই চেক করবেন

পাসপোর্টের অনলাইন ইনকোয়ারি বা পাসপোর্টের সত্যতা নিশ্চিতকরণঃ যারা যারা নতুন পাসপোর্ট আবেদন করেছেন তারা এখন থেকে অনলাইনেই দেখতে পারবেন আপনার পাসপোর্টটি তৈরি হয়েছে কি না। প্রথমে আপনাকে নিচের ঠিকানায় যেতে হবে: http://www.immi.gov.bd/passport_verify.phpতারপর নিচের মত একটি পেইজ আসবে।

Passport Office Slip No:
এর জায়গায় আপনার পাসপোর্ট আবেদনের রিসিট কপি

এবং Date of Birth: এর জায়গায় আপনার জন্ম তারিখটি দিন। তার পর Submit: ক্লিক করুন। আপনার তথ্যটি পেয়ে যাবেন সাথে সাথেই।

জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড চেক করবেন যেভাবেঃ প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে www.ecs.gov.bd/Bangla প্রবেশ করতে হবে। এরপর ওয়েব পেজের ডানদিকের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের ওয়েব লিংকে ক্লিক অথবা সরাসরি   লিঙ্কে (www.nidw.gov.bd) (সরাসরি) যেতে হবে। তারপর বামপাশে তৃতীয় লাইনেভেরিফাই এনআইডি লিংকে ক্লিক করলে লগিং অপশন আসবে।

এখানে ক্লিক করুন একটা ছবি আসবে সেখানে রেজিস্ট্রারে ক্লিক করতে হবে রেজিস্ট্রার আসলে এবার ফরমটা পূরণ করুন।

-মেইল, মোবাইল নং দিন, এনআইডি ঘরে আপনার বার্থ ইয়ার দিয়ে হুবহু আইডি নম্বর লিখুন, এবার জন্ম তারিখ লিখুন, পাসওয়ার্ডের ঘরে ইংরেজির বড় একটি অক্ষর, একটি ছোট আর একটি সংখ্যা দিতেই হবে আগে পরে।

আপনার পাসওয়ার্ড সারাজীবন সংরক্ষণ করবেন এজন্য পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় লিখে সংরক্ষণ করুন
সাবমিটে ক্লিক করার পরপরই আপনার মোবাইলে একটি মেসেজ কোড আসবে। এবার কোডটা বসিয়ে দিন ব্যস হয়ে গেল আপনার এনআইডি ভেরিফাই রেজিস্ট্রেশন।

এর পাশেই রেজিস্ট্রার বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন ফর্ম আসবে। এবার ফর্মটা পূরণ করুন। -মেইল, মোবাইল নম্বর দিন, এনআইডি ঘরে আপনার জন্ম তারিখ দিয়ে হুবহু আইডি নম্বর লিখুন, এবার জন্ম তারিখ লিখুন, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড লিখুন। এবার সাবমিট বাটনে ক্লিক করুন।

নির্বাচন কমিশন সচিবালয়ে সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানান
যে, প্রকল্পটি পরীক্ষাধীন অবস্থায় থাকার কারণে একসেসে সমস্যা হতে পারে। তবে নির্বাচন কমিশনের ইন্টারনাল সার্ভারের মাধ্যমে ভোটারদের তথ্য দেখা যাচ্ছে। খুব শিগগিরই সব জটিলতা নিরসন করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে


ধন্যবাদ-



 কবির শেখ-০১৭৩১৮৮০২১৫/01931699330
ইমেল-kabirkishoregonj@gmail.com
facebook:Nisad vin kabir-



বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

চ্যাম্পিয়নদের হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

চ্যাম্পিয়নদের হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

চ্যাম্পিয়নদের হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

কিশোরগঞ্জের সাহেব আলী পাঠান

  সাহেব আলী পাঠান (পুলিশ সুপার) জনাব সাহেব আলী পাঠান ১৯৮২ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলার পশ্চিম আবদুল্লাপুর গ্রামের এক সম...