কবির শেখ নেত্রকোণা জেলা |
পুলিশ কনস্টেবল! তাতে কি হয়েছে ?
আসুন জেনে নেই বাংলদেশ পুলিশ কনস্টেবল সম্পর্কে খুটিনাটি বিষয়গুলোঃ
→পুলিশ কনস্টেবল হচ্ছে পুলিশ বাহিনীর মূল হাতিয়ার বা মেরুদণ্ড
★ বাংলাদেশ পুলিশ কনস্টেবলের রয়েছে গৌরবময় ইতিহাস ও দেশপ্রেমের উজ্জল দৃষ্টান্ত। ১৯৭১ সালে ২৫ মার্চ কালো রাত্রীতে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমনের সংবাদ ওয়ার্লেস এর মাধ্যমে সর্বপ্রথম দেশের বিভিন্ন স্টেশনগুলোতে জানিয়ে দিয়েছিলেন, তৎকালীণ রাজারবাগ বেইজে কর্মরত কনস্টেবল শাহজাহান মিয়া। পরবর্তীতে তিনি বীরপ্রতীক পদক প্রাপ্ত হয়েছিলেন।
★ পুলিশ প্রবিধান অনুসারে কনস্টেবলও একজন অফিসার। কোন কোন ক্ষেত্রে বিনা ওয়ারেন্টে তল্লাশী ও গ্রেফতারের ক্ষেত্রেও সমান ক্ষমতাবান।
★ একজন কনস্টেবল পুলিশের সকল পর্যায়ের সিনিয়র কর্মকর্তাদের সাথে থেকে দুর্ধর্ষ ও ফেরারি সন্ত্রাসীদের গ্রেফতার, মামলা তদন্তসহ নানা কাজে সহযাত্রী হিসেবে গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
★ পুলিশ বাহিনীর নিজস্ব কর্মকর্তা ছাড়াও সরকারী বিধিমালা অনুসারে VIP ব্যক্তিব্যক্তিদের বডিগার্ড / গানম্যান এবং প্রটেকশন ডিউটিতে গুরুত্তপূর্ণ ভূমিকা রয়েছে কনস্টেবলগনদের।
★ সকল প্রকার অপরাধ ও অপরাধীদের গোপন সংবাদ এবং দেশের সামগ্রিক পরিস্থিতি গোয়েন্দাগিরিতে কনস্টেবল এর ভূমিকা শীর্ষে।
★ ফুটপাত থেকে শুরু করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সকল পবিত্র উপসনালয়, দেশের গুরুত্তপূর্ণ স্থাপনাসমূহসহ ইত্যাদি জায়গায় কনস্টেবল ডিউটি পালন করে থাকে, তাই একজন কনস্টেবল বিচিত্র অভিজ্ঞতায় অভিজ্ঞ।
★ দেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কনস্টেবলগন অংশ গ্রহণ করে।
★ এ যুগের কনস্টেবলগন শিক্ষিত, মার্জিত, দক্ষ, অনেক বেশী স্মার্ট ও কাজে কর্মে ক্ষীপ্র গতিমনা।
★ একজন কনস্টেবল এর রয়েছে স্বপ্নিল ভবিষ্যতের সম্ভাবনা। প্রত্যেকের মেধা ও যোগ্যতার মাধ্যমে পর্যায়ক্রমিক পদোন্নতির মাধ্যমে ওসি ও সার্কেল এএসপির মতো গুরুত্তপূর্ণ পদে পদায়ন হওয়ার সুযোগ রয়েছে। এ ধরনের উদাহরণ ভুরিভুরি।
বি:দ্রঃ বাংলাদেশ পুলিশের শতকরা ৯৮% পুলিশ সদস্য এইচএসসি, ড্রিগী, অর্নাস পাশ(২০০৭-২০১৭)
এসএসসি পাশ মাএ ২%(১৯৯০-২০০৬)
এসএসসি পাশ মাএ ২%(১৯৯০-২০০৬)
বাংলাদেশে পুলিশ বাহিনীতে কর্মরত সকল পুরুষ ও নারী কনস্টেবল ভাইবোনেরা ২৪ ঘন্টাই অক্লান্ত পরিশ্রম করেন। তাদের কর্মক্লান্ত মনকে একটু অনুপ্রাণীত করার জন্যই এ লেখা।