https://www.facebook.com/Nisadvin
কোন অপরাধে অভিযুক্ত ব্যক্তি পুলিশের নিকট স্বীকারোক্তি করলে উক্ত স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেটের নিকট গহণযোগ্য হবে না । কারণ আদালতের আইনজীবিগণ মনে করেন , পুলিশ অফিসার আসামীকে নির্যাতন করে , পীড়ন করে কিংবা ভয়ভীতি প্রদর্শন করে স্বীকারোক্তি আদায় করে থাকেন। সাক্ষ্য আইনের ২৫ ধারা ।
আসামী পুলিশ হেফাজতে থাকাকালে কোন স্বীকারোক্তি করলে তা যদি কোন ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে না হয় তবে তা ঐ ব্যক্তির নিকট প্রমাণ করা যাবে না।
সাক্ষ্য আইনের ২৬ ধারা এবং পিআরবি নিয়ম-২৮৩ (খ)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন