অনুসরণকারী

শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

হারানো মোবাইল খুজে পাবেন যে উপায়ে

 



আসসালামু আলাইকুম সবাইকে! আপনার মোবাইল টি হারিয়ে ফেলেছেন অথবা আপনার মোবাইল কেউ নিয়ে গেলো খুজে পচ্ছেন না আপনার মোবাইলটা সাইলেন্ট করা, আপনি কিভাবে বুঝবেন যে মোবাইল টা বর্তমানে কোথায় আছে। সহজ একটা মাধ্যমে কিন্তু যাচাই করতে পারবেন মোবাইল কোথায় আছে। হারিয়ে যাক অথবা কেউ নিয়ে যাক খুব সহজে বের করতে পারবেন। আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে পুরো পোস্টটি পড়বেন, আপনি নিজে শিখবেন এবং অন্যকে ব্যক্তিকে শেখার সুযোগ করে দিবেন।

এই পোস্ট  থেকে এখন যে জিনিস টা শিখবেন আপনার এখন কাজে নাও লাগতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ সময় ঠিকই কাজে লাগবে।

হারানো মোবাইল খুজে পাবেন যে উপায়ে

তো যে মোবাইল টা  হারিয়ে গেছে বা চুরি হয়েছে সে মোবাইল টা খুজে পাবার অন্য একটা স্মার্ট ফোন হাতে নিবেন আপনার বাসার বা বন্ধুদের কারও একটা স্মার্ট ফোন হাতে নিয়ে সরাসরি 

👉প্রথমে Google Play Store এ চলে আসবেন

👉এরপর সার্চ বক্সে google find my device লিখে সার্চ করবেন। 

👉সার্চ করার পর কিন্তু Apps টি পেয়ে যাবেন, এরপর Apps টি install করে নিবেন।

👉 install করার পর অ্যাপসটি ওপেন করবেন।

 ছোট্ট একটি অ্যাপলিকেশন, ওপেন হবার পর অ্যাপসটি কিবাবে সেটিংস করবেন সব দেখাবো। মজার বিষয় হলো আপনার হারানো ফোন যদি সাইলেন্ট থাকে তারপরও ফোনটি বেজে উঠবে অর্থাৎ রিং বেজে উঠবে এবং আপনি খুব সহজে ফোনটি খুজে পাবেন। এখন আপনাদের সব প্রসেস শিখিয়ে দিবো। 

👉এখন Apps টি Open এ ট্যাপ করার পর নিচে Sign in as guest এটাতে ক্লিক করবেন। 

👉এরপর দেখবেন একটা Gmail id দিতে বলবে। এখন কথা হচ্ছে আপনি এখানে কোন Gmail id দিবেন? এখানে আপনার ঐ হারানো মোবাইলে থাকা Gmail id দিতে হবে।

👉তো হারিয়ে যাওয়া মোবাইলের Gmail id বক্সে দেওয়ার পরে Next এ ক্লিক করবেন। 

👉এরপর আপনার ঐ Gmail এর Password দিতে হবে। Password দিয়ে Next এ ক্লিক করবেন। 

👉 Next এ ক্লিক করার সাথে সাথে অ্যাপসটি ওপেন হয়ে যাবে এবং এখন আপনার মেইন কাজ শুরু হবে।

👉এখন যদি Permission চায় Allow করে দিবেন। এখন এখানে ছোট্ট একটা কাজ করতে হবে, উপরে বামপাশে মোবাইলের আইকন দেখতে পাবেন এখানে যেটা আপনার হারানো ফোনের মডেল দেখতে পাবেন সেটাতে ক্লিক করবেন।

👉মোবাইল আইকনে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু মোবাইল টি কোন ব্রান্ডের, কোন মডেল এখানে চলে আসবে এবং কত পারসেন্ট চার্জ আছে কয়টি সিম চালু আছে সব দেখা যাবে। 

👉এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন যে আপনার মোবাইল বর্তমানে কোথায় আছে, অর্থাৎ আপনার সেই হারানো মোবাইলের লোকেশন শো করবে। আপনি টেনে টেনে জুম করে লোকেশনটা দেখবেন আপনার হারানো ফোনটি বর্তমান কোন জায়গায় আছে, কোন রোডে আছে, চোর ফোনটি কোথায় রেখেছে সব কিছু জানতে পারবেন।


👉সব চেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নিচে দেখবেন 

🔵 Play Sound

🔵 Secure device 

🔵 Erase device 

এই তিনটি অপশন আছে। এই তিনটি অপশনের বিস্তারিত জানুন।

Play Sound : আপনি যে মোবাইল খুজছেন বা যাচাই করছেন সেই মোবাইল যদি সাইলেন্ট থাকে তারপরও যদি এই Play Sound এ ক্লিক করলে সাথে সাথে সেই হারানো ফোনে রিং বাজবে অর্থাৎ সাউন্ড হবে। বাসায় হারালেও কিন্তু এভাবে খুজে বের করতে পারবেন। 

Secure Device : এখানে একটি বার্তা লিখতে হবে অর্থাৎ যোগাযোগের জন্য আপনার নাম্বার দিতে হবে তাহলে হবে কি আপনার ঐ হারানো ফোনে একটি ম্যাসেজ যাবে বা স্কিনে মেসেজ টি সো করবে, চোর ছাড়া যদি অন্য কোনো ভালো ব্যক্তি পেয়ে থাকে তাহলে আপনার দেওয়া ঐ নাম্বারে যোগাযোগ করে ফোনটি ফেরত দিতে পারবে।

Erase Device : এই অপশনে ক্লিক করলে আপনার হারানো ফোনের সকল ডাটা মুছে যাবে অর্থাৎ সব ডিলেট হয়ে যাবে। আপনার ফোনে যদি কোনো পারসোনাল ফটো, ভিডিও বা ডাটা থাকে আপনি যদি মনে করেন এটা অন্য কারো হাতে গেলে আমার সমস্যা হতে পারে তাহলে আপনি এই অপশনের দ্বারা আপনার ফোনের সব কিছু ডিজিট করে দিতে পারবেন। অর্থাৎ Erase device এ ক্লিক করলে ফোনের সকল ডাটা ডিলিট হয়ে যাবে। 


তবে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে ফোনটি হারাবেন বা হারিয়েছেন বা চুরি হয়ে গেছে সেই ফোনের মধ্যে থাকা Gmail এর Email Address এবং Password কিন্তু আপনার মনে জানা থাকতে হবে তা না হলে কিন্তু এই উপায়ে মোবাইল খুজে পাবেন না। আর জানা থাকলে আপনার খুজে পেতে সহজ হবে।

মোবাইল হারিয়ে গেলে জিডি করার মাধ্যমে খুজে পাওয়া

আপনার ফোন হারিয়ে গেলে সরাসরি আপনার নিকটস্থ থানায় যাবেন। থানায় গিয়ে একটা জিডি করবেন, জিডিতে বিস্তারিত উল্লেখ করবেন। আপনার ফোনে যে নাম্বার গুলো ছিলো সে নাম্বার উল্লেখ করবেন, আপনার ফোনের মডেল উল্লেখ করবেন, ফোনের IMEI Number উল্লেখ করবেন। এখন বলতে পারেন যে IMEI নাম্বার কি বা এটা আমি কোথায় পাবো। প্রত্যেকটা ফোনের একটা IMEI Number থাকে, এটা আপনি ফোনের বক্সে পাবেন। সো অবশ্যই আপনাদের থানায় সে বক্স নিয়ে যেতে হবে বা EMEI Number নিয়ে যাবেন। EMEI Number থাকলে পুলিশ ফোনটি তারাতারি ট্রেস করতে পারবে বা তাদের ফোনটি পেতে সহজ হবে। 

এখন প্রশ্ন হলো পুলিশ এটাকে কিভাবে  উদ্ধার করবে?
হ্যা, তাদের কাছে এটাকে উদ্ধার করার জন্য বিশেষ একটি ডিভাইস রয়েছে যার মাধ্যমে পুলিশ মোবাইল যে কোনো স্থান থেকে খুজে বের করে। এক্ষেত্রে আপনার সিম যদি খুলে ফেলেও দেয় তাও কোন সমস্যা নেই, IMEI Number দিয়ে ফোন খুজে বের করবে।


তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন মোবাইল ফোন হারিয়ে গেলে কিভাবে খুজে বের করবেন। বন্ধুরা পোস্টটি থেকে যদি কোনো উপকার হয় তাহলে কমেন্ট করতে ভুলবে না এরকম আরো সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের ফলো করে সাথেই থাকুন।

এতক্ষণ পড়ার জন্য ধন্যবাদ। 

কবির শেখ

আইসিটি শাখা

জেলা পুলিশ ,নেত্রকোণা

Gmail: nisadvinkabir@gmail.com

01731-880215 (WhatsApp)

কোন মন্তব্য নেই:

কিশোরগঞ্জের সাহেব আলী পাঠান

  সাহেব আলী পাঠান (পুলিশ সুপার) জনাব সাহেব আলী পাঠান ১৯৮২ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলার পশ্চিম আবদুল্লাপুর গ্রামের এক সম...