অনুসরণকারী

বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

লোকটাকে চিনতে ভূল করার কথা না।

#ড্যানি_মরিসন

এই কিম্ভূত লোকটাকে চিনতে ভূল করার কথা না।
১৯৮৭ সালে অভিষেক হয় তার। নিউজিল্যান্ডের
হয়ে টেস্টে ১৬০ ও ওডিআই তে ১২৬ টি উইকেট
নিয়েছেন।
অবশর নেয়ার পরেও লেগে আছেন
ক্রিকেটের সাথে।আইপিএল,বিপিএল,এসএলপিএল,সি
পিএল,পিএসএল,বিগব্যাস,ন্যাটওয়েস্ট সহ আন্তর্জাতিক
ক্রিকেটে কমেন্টর ও ম্যাচ উপস্থাপনার
দায়ীত্বে থাকেন। সব থেকে মজার বিষয় হচ্ছে
সে সব সময় হাসি খুশি ও মজার মধ্যে থাকেন।
কখনো চোখ টেরা করে কিংবা মুখ বাকা করে
অদ্ভূত স্টাইলে অংগভংগি করেন।
ড্যানি ব্যক্তি জীবনে খুবই ভালো। সত্যকে সত্য
বলার মতো সাহস রাখেন। সম্ভবত ২০১৩ সালের
আইপিএলে ইন্ডিয়ান ক্রিকেটারদের কট্টর
সমালোচনা করার কারনে পরের বারের আইপিএলে
আর তাকে নেয়া হয়নি। যার ফলে কঠোর
সমালোচনার মুখে পরে বি সি সি আই। পরের
আইপিএলে তাকে আবার অন্তর্ভুক্তি করা হয়।
যাই হোক,
ড্যানি না থাকলে হয়তো ক্রিকেটের রস,কষ কমে
যেতো। বাহ্যিক সৌন্দর্য যে আসল সৌন্দর্য না তার
বড় প্রমান ড্যানি। মনে হতো যেনো লবন বিনে
তরকারির মতো।
#লাভ_ইউ_ড্যানি

কোন মন্তব্য নেই:

কিশোরগঞ্জের সাহেব আলী পাঠান

  সাহেব আলী পাঠান (পুলিশ সুপার) জনাব সাহেব আলী পাঠান ১৯৮২ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলার পশ্চিম আবদুল্লাপুর গ্রামের এক সম...