অনুসরণকারী

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

এমন ফেব্রুয়ারি মাস আবার ৮২৩ বছর পর আসবে।


https://www.facebook.com/Nisadvinkabir/



https://www.facebook.com/Nisadvinkabir/



যে কোনো মূহুর্তে যে কেউ এই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যেতে পারে। তবে যারা ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসটা পাবেন তারা একদিক থেকে অনেক ভাগ্যবান। কারণ এমন ফেব্রুয়ারি মাস আবার ৮২৩ বছর পর আসবে।

এই ফেব্রুয়ারির বৈশিষ্ট হলো সপ্তাহের প্রতিটি দিন এই মাসে চারবার করে আসবে। সাধারণত যা হয়না। শনি ৪বার, রবি ৪বার, সোম ৪বার, মঙ্গল ৪বার, বুধ ৪বার, বৃহষ্পতি ৪বার এভাবে শুক্রও চারবার। একবার ক্যালেন্ডার খুলে দেখলেই বিষয়টা আপনার নজরে আসবে।

আর এই ঘটনাকে চাইনিজ ফেংশুই মতে মানিব্যাগ ফেব্রুয়ারি বলে।
https://www.facebook.com/Nisadvinkabir/

কোন মন্তব্য নেই:

কিশোরগঞ্জের সাহেব আলী পাঠান

  সাহেব আলী পাঠান (পুলিশ সুপার) জনাব সাহেব আলী পাঠান ১৯৮২ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলার পশ্চিম আবদুল্লাপুর গ্রামের এক সম...